-->

Tuesday, October 16, 2018

জাতীয় সঞ্চয় পত্র
মূল্যমানঃ ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা। কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।



যারা ক্রয় করতে পারবেনঃ নিম্নে বর্ণিত যে কেউ এই সার্টিফিকেট ক্রয় করতে পারবেন, যথা- () একজন প্রাপ্তবয়স্ক; () একজন নাবালক;() দুইজন প্রাপ্তবয়স্ক তাহাদের যৌথ নামে- () গ্রাহকদের যৌথভাবে প্রদেয় অথবা যে কোনো একজনের লিখিত সম্মতিতে অন্যজনকে প্রদেয়; () যে কোনো একজনকে প্রদেয়
() একজন প্রাপ্তবয়স্ক- () একজন অপ্রাপ্তবয়স্কের পক্ষে, অথবা  () যুগ্ম-নামে দুইজন অপ্রাপ্তবয়স্কের পক্ষে, () তিনি স্বয়ং একজন অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যুগ্ম-নামে, () যথাযথ আদালত কর্তৃক কোনো  উন্মাদ ব্যক্তির অভিভাবক বা ম্যানেজার  নিযুক্ত  হইয়া
সঞ্চয়পত্র ক্রয় পদ্ধতিঃ নির্ধারিত ফরম (এস.সি-) যথাযথভাবে পুরণপূর্বক ত্রেতা নমিনী (যদি থাকে) প্রত্যেকের ০২ (দুই) কপি ছবি, ক্রেতার জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপিসহ আবেদন করতে হবে চেক অথবা নগদে সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে তবে চেকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে চেক নগদায়নের তারিখে সঞ্চয়পত্র ইস্যু করা হবে;
[টীকা- সঞ্চয়পত্র ক্রয় ফরমে জাতীয় পরিচয়পত্রের নম্বর অন্তর্ভূক্তি এবং কর্তৃপক্ষকে উহা প্রদর্শন বাধ্যতামূলক ক্রেতা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করিতে অপারগ হইলে সেই ক্ষেত্রে পাসপোর্ট  অথবা জন্মনিবন্ধন সনদের নম্বর অন্তর্ভূক্তি এবং কর্তৃপক্ষকে উহা প্রদর্শন বাধ্যতামূলক হইবে
ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ একক নামে ৩০ লক্ষ অথবা যুগ্ম-নামে ৬০ লক্ষ টাকা মেয়াদঃ (তিন) বছর মুনাফার হারঃ মেয়াদান্তে মুনাফা ১১.০৪% মেয়াদপূর্তির পূর্বেও নগদায়ন করা যায় তবে মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করিলে টেবিল- অনুযায়ী মুনাফা পাওয়া যাবে: প্রতি (এক) লক্ষ টাকায় মূলসহ মুনাফার পরিমাণ, ১ম বছরান্তে, ১০.০০%, ,১০,০০০.০০ ২য় বছরান্তে, ১০.৫০%, ,২১,০০০.০০ ৩য় বছরান্তে, ১১.০৪%, ,৩৩,১২০.০০
টীকাঃ (এক) লক্ষ টাকায় তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের প্রতি তিন মাস অন্তর মুনাফার কিস্তি সর্বোচ্চ ১১.০৪% হারে টাকা ,৭৬০.০০ (দুই হাজার সাতশত ষাট) টাকা মাত্র প্রদেয় হবে প্রযোজ্য ক্ষেত্রে লেভি/মুনাফা কর্তন হবে কিন্তু যেসকল ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হবে, সেক্ষেত্রে টেবিল- প্রদর্শিত হারে মুনাফা প্রদেয় হবে, এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করতে হবে
অন্যান্য সুবিধাঃ সঞ্চয়পত্র বাংলাদেশের যে কেউ ক্রয় করিতে পারিবেন; নমিনী নিয়োগ করা যায়; ক্রেতা মৃত্যুবরন করিলে নমিনী যেকোন সময় সঞ্চয়পত্র নগদায়ন করিতে পারিবেন নমিনীর ইচ্ছানুযায়ী মেয়াদপূর্তির পূর্বে বা পরে সঞ্চয়পত্র নগদায়ন করিতে পারিবে; সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়িয়া গেলে বা নষ্ট হইলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায়;
সঞ্চয়পত্র এক অফিস হইতে অন্য অফিসে স্থানান্তর করা যায় (সঞ্চয় ব্যুরো হইতে সঞ্চয় ব্যুরো, ব্যাংক হইতে ব্যাংক এবং ডাকঘর হইতে ডাকঘর); সঞ্চয়পত্র ক্রয়ের সময় জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি এবং ক্রেতা নমিনী (যদি থাকে) প্রত্যেকের ০২ (দুই) কপি করিয়া পাসপোর্ট সাইজের ছবি দাখিল করিতে হইবে

তথ্যসূত্র : জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna Veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat.

2 comments:

Contact Us
Md. Sabuj Hossain
+88 01923 147 506
+88 01688 158 067
Dhaka, Bangladesh