উইল ও অছিয়তনামা
উইল ও অছিয়তনামা
উইল মৌখিল এবং লিখিত উভয়ই হতে
পারে। এমনকি অসামর্থের কারণে ইঙ্গিতেও উইল করা যায়। তবে মৌখিক উইলের ক্ষেত্রে ২ জন
পুরুষ বা ১ জন পুরুষ ও ২ জন মহিলা সাক্ষীর উপস্থিতিতে হতে হবে।
উইল দাতা মৃত্যুর পূর্বে যে কোন
সময় উইল বাতিল করতে পারে। একবার দানের বস্তুটি উইল করার পর পুনরায় ঐ একই বস্তু
অন্য করো অনুকূলে উইল করলে পূর্বের উইলটি বাতিল হয়ে যাবে।
একজন হিন্দু তার সকল সম্পত্তি
উইল করতে পারবেন তবে যাদের ভরণ পোষনের জন্য তিনি আইনত বাধ্য, তাদের জন্য উপযুক্ত
ব্যবস্থা রেখে বাকী সম্পত্তি উইল করতে পারবেন।
কি কি কারণের উইল বিলুপ্ত বলে
গণ্য হবেঃ
১) উইল দানের পর উইলদাতা বিকৃত
মস্তিষ্ক বিশিষ্ট হয়ে গেলে। এমন কি দাতার মৃত্যুর পূর্বে সুস্থমস্তিষ্ক হয়ে গেলেও।
২) উইল গ্রহীতা দাতার আগে মারা
গেলে।
৩) দাতা বা গ্রহীতা ইসলাম ধর্ম
ত্যাগ করলে।
৪) উইল গ্রহীতা দাতাকে হত্যা
করলে।
৫) উইল কৃত সম্পত্তির উপর অন্য
কারো অধিকার সাব্যস্থ হলে।
কিছু সংক্ষিপ্ত বর্ণনাঃ
অছি- অছিয়তের বর্ণনানুযায়ী
সম্পত্তি পরিচালনার জন্য নিযুক্ত ব্যক্তিকে বলে অছি;
ফাইল প্রবেট- অছিয়ত সরকারী ভাবে
কায়েম করতে হলে আদালত হতে যে স্বীকৃতি নিতে হয় তাকে বলে প্রবেট। এটি না নেয়া হলে অছিয়ত আদালতে অগ্রাহ্য হতে পারে। প্রবেট মুসলিম
উইলে আবশ্যকীয় নয়।

0 comments:
Post a Comment