IRC and ERC Manual in Bangladesh
সেবার ধরন ও পাবার নিয়ম
| ক্রমিক নং | সেবার ধরন | পাবার নিয়ম |
| ১। | আই আর সি (বাণিজ্যিক) |
১। ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি।
২।আয়কর সনদের সত্যায়িত কপি।
৩।চেম্বার অব কমার্সের সত্যায়িত কপি।
৪। ব্যাংক সলভেন্সির সত্যায়িত কপি।
৫। নাগরিকত্ব অথবা ভোটার আই ডির সত্যায়িত কপি।
৬। পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি।
৭। প্রাথমিক নিবন্ধন ফি জমা চালানের মুল কপি।
৮। লিমিটেড কম্পানীর ক্ষে্ত্রে মেমোরিন্ডাম এন্ড আর্টিকেল এর সত্যায়িত কপি।
** উপরোক্ত কাগজপত্র সহ আই আর সি-র নির্ধারিত ফরম পূরন করে অত্র দপ্তরে জমা দিতে হবে।জমা প্রদানের ০২(দুই) ঘন্টার মধ্যে আই আর সি জারী নিস্পত্তি করা হয়।
|
| ২। | আই আর সি (শিল্প) |
১। ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি।
২।আয়কর সনদের সত্যায়িত কপি।
৩।চেম্বার অব কমার্সের সত্যায়িত কপি।
৪। ব্যাংক সলভেন্সির সত্যায়িত কপি।
৫। নাগরিকত্ব অথবা ভোটার আই ডির সত্যায়িত কপি।
৬। পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি।
৭। প্রাথমিক নিবন্ধন ফি জমা চালানের মুল কপি।
৮। লিমিটেড কম্পানীর ক্ষে্ত্রে মেমোরিন্ডাম এন্ড আর্টিকেল এর সত্যায়িত কপি।
৯। বিনিয়োগ বোর্ড এবং প্রধান নিয়ন্ত্রক কর্তৃক অনুমোদন পত্র।
** উপরোক্ত কাগজপত্র অত্র দপ্তরে জমা দিতে হবে।জমা প্রদানের ০২(দুই) ঘন্টার মধ্যে আই আর সি (শিল্প) জারী নিস্পত্তি করা হয়।
|
| ৩। | ই আর সি |
১। ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি।
২।আয়কর সনদের সত্যায়িত কপি।
৩।চেম্বার অব কমার্সের সত্যায়িত কপি।
৪। ব্যাংক সলভেন্সির সত্যায়িত কপি।
৫। নাগরিকত্ব অথবা ভোটার আই ডির সত্যায়িত কপি।
৬। পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি।
৭। প্রাথমিক নিবন্ধন ফি জমা চালানের মুল কপি।
৮। লিমিটেড কম্পানীর ক্ষে্ত্রে মেমোরিন্ডাম এন্ড আর্টিকেল এর সত্যায়িত কপি।
** উপরোক্ত কাগজপত্র সহ ই আর সি-র নির্ধারিত ফরম পূরন করে অত্র দপ্তরে জমা দিতে হবে।জমা প্রদানের ০২(দুই) ঘন্টার মধ্যে ই আর সি জারী নিস্পত্তি করা হয়।
|
| ৪। | ইন্ডেনটিং |
১। ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি।
২।আয়কর সনদের সত্যায়িত কপি।
৩।চেম্বার অব কমার্সের সত্যায়িত কপি।
৪। ব্যাংক সলভেন্সির সত্যায়িত কপি।
৫। নাগরিকত্ব অথবা ভোটার আই ডির সত্যায়িত কপি।
৬। পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি।
৭। প্রাথমিক নিবন্ধন ফি জমা চালানের মুল কপি।
৮। লিমিটেড কম্পানীর ক্ষে্ত্রে মেমোরিন্ডাম এন্ড আর্টিকেল এর সত্যায়িত কপি।
১০। মনোনীত কম্পানীর সঙ্গে চুক্তিপত্রের সত্যায়িত কপি।
** উপরোক্ত কাগজপত্র অত্র দপ্তরে জমা দিতে হবে।জমা প্রদানের ০২(দুই) ঘন্টার মধ্যে ইন্ডেনটিং জারী নিস্পত্তি করা হয়।
|
নবায়নের নিয়ম ও পাবার সময়
| ক্রমিক নং | সেবার ধরন | পাবার নিয়ম |
| ১। | আই আর সি (বাণিজ্যিক) | বাৎসরিক নবায়ন ফি সোনালী ব্যাংকের ট্রেজারী শাখায় জমা দিয়ে চালানের মুল কপি এবং পাশ বই অত্র দপ্তরে জমা দিতে হবে।জমাপ্রদানের ২০(বিশ) মিনিটের মধ্যে নবায়ন নিস্পত্তি করা হয়। |
| ২। | আই আর সি (শিল্প) | বাৎসরিক নবায়ন ফি সোনালী ব্যাংকের ট্রেজারী শাখায় জমা দিয়ে চালানের মুল কপি এবং পাশ বই অত্র দপ্তরে জমা দিতে হবে।জমাপ্রদানের ২০(বিশ) মিনিটের মধ্যে নবায়ন নিস্পত্তি করা হয়। |
| ৩। | ই আর সি | বাৎসরিক নবায়ন ফি সোনালী ব্যাংকের ট্রেজারী শাখায় জমা দিয়ে চালানের মুল কপি এবং পাশ বই অত্র দপ্তরে জমা দিতে হবে।জমাপ্রদানের ২০(বিশ) মিনিটের মধ্যে নবায়ন নিস্পত্তি করা হয়। |
| ৪। | ইন্ডনটিং | বাৎসরিক নবায়ন ফি সোনালী ব্যাংকের ট্রেজারী শাখায় জমা দিয়ে চালানের মুল কপি এবং পাশ বই অত্র দপ্তরে জমা দিতে হবে।জমাপ্রদানের ২০(বিশ) মিনিটের মধ্যে নবায়ন নিস্পত্তি করা হয়। |
বিশেষ প্রয়োজনেঃ
মোঃ সবুজ হোসেন
বিবিএ(অনার্স), এমবিএ(ঢা.বি), এলএলবি(জা.বি)
আয়কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টা।
মোবাইলঃ ০১৯২৩১৪৭৫০৬/ ০১৬৮৮১৫৮০৬৭
মেইলঃ sabujh007@gmail.com

0 comments:
Post a Comment