আইআরসি (ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট) এবং ইআরসি ( এক্সম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট) জারি IRC ERC
আমদানি ও রপ্তানি বিশ্ব বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান বিশ্ব বাজারকে আমদানি ও রপ্তানি ছাড়া চিন্তাই করা যায় না। বাংলাদেশে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রন করে থাকে “আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তর” যা বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন গুরুত্বপূর্ণ একটি সরকারি দপ্তর। এই দপ্তর হতে আমদানিকারক, রপ্তানিকারক ও ইন্ডেন্টরগনের অনুকূলে বিভিন্ন নিবন্ধন, সনদ প্রদান এবং আমদানি-রপ্তানিতে অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশে আমদানি ও রপ্তানি করার জন্য একজন মানুষকে অবশ্যই নিবন্ধন সার্টিফিকেট বা সনদ করতে হবে। আমদানি সনদ বা সার্টিফিকেট পাওয়ার জন্য নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
আমদানি নিবন্ধন সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া:
i. আমদানি নিবন্ধন সনদের জন্য আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরমটি অধিদপ্তরের http://www.ccie.gov.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
ii. আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দাখিল করতে হবে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের নিয়ন্ত্রাধীন আঞ্চলিক কার্যালয়ে।
iii. নির্ধারিত ফি (১৭৩১-০০০১-১৮০১ এর বরাবর ট্রেজারী চালানের মাধ্যমে প্রদান করতে হবে)
iv. ৩ কর্মদিবস সময় এর মধ্যে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের নিয়ন্ত্রাধীন আঞ্চলিক কার্যালয় থেকে নিবন্ধন সনদ হাতে গ্রহণ করা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. নির্ধারিত আবেদন ফরম পূরণপুর্বক সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র/জাতীয় পরিচয়পত্র
২. ১ কপি ছবি
৩. সরকারি ফি জমার ট্রেজারী চালান
৪. চেম্বার/ ট্রেড এসোসিয়েশনের সদস্যতা সনদ
৫. ট্রেড লাইসেন্স
৬. টিআইএন
৭. ব্যাংক স্বচ্ছলতার সনদ
৮. ক্ষেত্র বিশেষে রেজিস্টার্ড অংশীদারির দলিল
৯. মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অব এসোসিয়েশন ও সার্টিফিকেট অব ইনকর্পোরেশন
নিবন্ধন ফি ঃ
বার্ষিক আমদানি মূল্যসীমা
|
প্রাথমিক নিবন্ধন ফী
|
বার্ষিক নবায়ন ফী
|
জরিমানার হার
| |
বছর
|
হার
| |||
৫,০০,০০০
|
৫০০০ টাকা
|
৩০০০
|
১ম
|
৫০০
|
২৫,০০,০০০
|
১০০০০ টাকা
|
৬০০০
|
২য়
|
১০০০
|
৫০,০০,০০০
|
১৮০০০
|
১০০০০
|
৩য়
|
২০০০
|
১,০০,০০,০০০
|
৩০০০০
|
১৫০০০
|
৩য় এর বেশি হলে
|
পূর্ববর্তী বছরের দ্বিগুণ হারে
|
৫,০০,০০,০০০
|
৪৫০০০
|
২২০০০
| ||
৫,০০,০০,০০০ এর উপর
|
৬০০০০
|
৩০০০০
|
সূত্রঃ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তর (http://www.ccie.gov.bd)
- সারচার্জবিহীন নবায়নের জন্য সময়সীমা প্রতিবছর ১লা জুলাই হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
- সকল প্রকার ফী এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
- নবায়ন বই এর ফী ১০০০ টাকা।
রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া:
i. রপ্তানি নিবন্ধন সনদের জন্য আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরমটি অধিদপ্তরের http://www.ccie.gov.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
ii. আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দাখিল করতে হবে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের নিয়ন্ত্রাধীন আঞ্চলিক কার্যালয়ে।
iii. নির্ধারিত ফি (১৭৩১-০০০১-১৮০১ এর বরাবর ট্রেজারী চালানের মাধ্যমে প্রদান করতে হবে)
iv. ৩ কর্মদিবস সময় এর মধ্যে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের নিয়ন্ত্রাধীন আঞ্চলিক কার্যালয় থেকে নিবন্ধন সনদ হাতে গ্রহণ করা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. নির্ধারিত আবেদন ফরম পূরণপুর্বক সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র/ জাতীয় পরিচয়পত্র
২. ১ কপি ছবি
৩. সরকারি ফি জমার ট্রেজারী চালান
৪. চেম্বার/ ট্রেড এসোসিয়েশনের সদস্যতা সনদ
৫. ট্রেড লাইসেন্স
৬. টিআইএন
৭. ব্যাংক স্বচ্ছলতার সনদ
৮. ক্ষেত্র বিশেষে রেজিস্টার্ড অংশীদারির দলিল
৯. মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অব এসোসিয়েশন ও সার্টিফিকেট অব ইনকর্পোরেশন
নিবন্ধন ফি ঃ
প্রাথমিক নিবন্ধন ফী
|
বার্ষিক নবায়ন ফী
|
জরিমানার হার
| |
বছর
|
হার
| ||
৭০০০ টাকা
|
৫০০০ টাকা
|
১ম
|
৫০০
|
২য়
|
১০০০
| ||
৩য়
|
১৫০০
| ||
৩য় এর বেশি হলে
|
পূর্ববর্তী বছরের দ্বিগুণ হারে
|
সূত্রঃ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তর (http://www.ccie.gov.bd)
- নবায়ন বই এর ফী ১০০০ টাকা
যোগাযোগের ঠিকানাঃ
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর ঃ
জাতীয় ক্রীড়া পরিষদ ভবন (এনএসসি টাওয়ার) ১৬ তলা,
৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল- controller.chief@ccie.gov.bd
ফোন-০২-৯৫৫৩৩৪৯ (হেল্প ডেস্ক)
ফ্যাক্স-০২-৯৫৫০২১৭
0 comments:
Post a Comment